গাজীপুরের জয়দেবপুরে ৫০ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১ 225 0
গাজীপুরের জয়দেবপুরে ৫০ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১
গাজীপুরের জয়দেবপুর থানাধীন জয়নাতুলি এলাকায় কতিপয় লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর আভিযানিক দল গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন জয়নাতুলি রোডে আল আমিন এর মুদির দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।অভিযানকালে ধৃত আসামী মোঃ রিয়াজুল ইসলাম(২৬), পিতা-মোঃ বিল্লাল হোসেন, মাতা-মোসাঃ জরিনা আক্তার,সাং-পিরুজআলী পাতিলবান্ধা,থানা-জয়দেবপুর,জেলা-গাজীপুর,এপি/সাং-জয়নাতুলি (রফিক মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া),থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর’কে হাতে নাতে গ্রেফতার করেন। তার দখল হইতে সর্বমোট ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০২টি মোবাইল এবং নগদ ১২০০/- টাকা উদ্ধার করা হয়।ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হইতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া গাজীপুর জেলার জয়দেবপুর থানার জয়নাতুলি এলাকাসহ আশপাশ এলাকায় সুকৌশলে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে।সে অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা নিজের হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারার অপরাধ করিয়াছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।